কলকাতা: এলপিজি (LPG) ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। জুলাই মাস পড়তেই কমল রান্নার গ্যাসের দাম (Price Decrease of LPG Cylinder)। তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়েছে। কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে সস্তা হয়েছে গ্যাস। ১ জুলাই ২০২৫ থেকে এলপিজি সিলিন্ডারের পরিবর্তিত দাম কার্যকরী হতে চলেছে। কলকাতায় ৫৭ টাকা কমেছে। তবে, ডোমেস্টিক ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত।
আরও পড়ুন: প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, প্রকাশ্যে তৃণমূল নেত্রীর দাদাগিরি
আইওসিএল ওয়েবসাইট অনুসারে, দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে ১৬৬৫ টাকা। যা ছিল ১৭২৩.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮২৬ টাকা থেকে কমে ১৭৬৯ টাকায় নেমে এসেছে। মুম্বইতে এই সিলিন্ডারের দাম ১৬৭৪.৫০ টাকা। তা কমে হয়েছে ১৬১৬.৫০ টাকা। চেন্নাইতে ১৮৮১ টাকায় পাওয়া সিলিন্ডার এখন ১৮২৩.৫০ টাকায় পাওয়া যাবে।
উল্লেখ্য, জুন মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ২৪ টাকা দাম কমেছিল সিলিন্ডারের। দিল্লিতে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৭২৩.৫০ টাকা হয়। যা আগে ১৭৪৭.৫০ টাকা ছিল। এছাড়াও, কলকাতায় এটি ১৮২৬ টাকা, মুম্বইয়ে ১৬৭৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৮৮১ টাকা ছিল।
দেখুন আরও খবর: