কলকাতা: সকাল হলেই শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন বেকারির বাইরে। কপাল ভালো থাকলে এক টুকরো রুটি কিংবা অল্প একটুখানি ময়দা জোটে। তাতেই গোটা পরিবার কোনওক্রমে খেয়ে দিন কাটায়। যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ বেঁচে থাকাটা অভিশাপের থেকে কম কিছু নয়। সেখানে খাদ্যসংকট বহুদিন ধরেই চলছে। তবে সম্প্রতি গাজা ভূখন্ডে বসবাসকারী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অল্প একটু খাবারের জন্য গাজাবাসীকে ১০ কিমি অবধি হেঁটে যেতে হচ্ছে বিতরণ কেন্দ্রে। কারণ, গাজায় এখন যে দামে ময়দা বিক্রি হচ্ছে, তাতে সেখানে বসবাসকারী কারও পক্ষে ময়দা কেনা প্রায় অসম্ভব। সূত্র বলছে, বর্তমানে সেখানে ৫০ কেজি ওজনের ময়দার ব্যাগ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ শেকেলস দামে। ভারতীয় মুদ্রায় এই দাম দাঁড়ায় প্রায় ১১,৫০০ থেকে ১৬,৫০০ টাকা।
আরও পড়ুন: ইউনুস সরকারকে সতর্ক করলেন জামা মসজিদের ইমাম
এই অবস্থায় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গাজার কিছু স্থানীয় মাফিয়া গ্যাংয়ের বাড়বাড়ন্ত। রাষ্ট্রপুঞ্জ থেকে সাহায্য পাঠানো হলেও বেশিরভাগ ক্ষেত্রে মাঝপথেই সব লুট করে নিচ্ছে স্থানীয় মাফিয়া গ্যাংগুলি। আবার কোনওক্রমে সাহায্য পৌঁছলেও তা গুটিকয়েক মানুষকেই দেওয়া সম্ভব হচ্ছে। একবার ভাবুন তো, কী ভয়ঙ্কর অবস্থা সেখানে! প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ওইদিন হামাসের আক্রমণের জবাবে গাজা ভূখন্ডে হামলা চালায় ইজরায়েল। সেদিন ১,২০৮ জন গাজাবাসীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে গাজায় মুড়ি-মুড়কির মত বোমা, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে নেয়তানিয়াহুর সেনা। সরকারি হিসেব বলছে, গাজায় ৪৪,৫০২ মানুষের মৃত্যু হয়েছে। সেই থেকেই গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখনও সেখানে যারা বেঁচে রয়েছেন, তারা হয়তো জীবদ্দশায় একপ্রকার নরকবাসের অভিজ্ঞতা সঞ্চয় করছেন।
দেখুন আরও খবর: