মালদা: খেলতে যাওয়ার পথে দেওয়াল চাপা পড়ে তিন বছরের শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা মালদার (Malda) গাজোল থানার (Gazole PS) অন্তর্গত লক্ষীতলা এলাকার। জানা যাচ্ছে পুকুরিয়া থানার অন্তর্গত চাতর ঘাট এলাকা থেকে ওই শিশুটি তার মা ও বাবার সঙ্গে দিন পাঁচেক আগে তার আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল লক্ষীতলা এলাকায়। এদিন ছিল ফিরে যাওয়ার কথা। কিন্তু তার আগেই ঘটে বিপত্তি। বাড়ি ফেরা হল না শিশুটির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ মৃত শিশু ও তার এক ভাই পাশের বাড়িতে খেলার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় পাশের বাড়ির একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হলেও একজন কোনওক্রমে ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়। হাসপাতালে পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত এই শিশুটির নাম অভিজিৎ চৌধুরী। তার পরিবারের লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। দেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। অন্যদিকে শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকা জুড়ে।
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, উদ্যোগ সরকারের
আরও খবর দেখুন