গাজোল: বৃহস্পতিবার ছিল কালীপুজো (Kalipuja)। দেশজুড়ে এখন আলোর উৎসব। আর এই উৎসবের মরসুমেই মালদহের গাজোলে এমন এক ঘটনা ঘটে গেল, যা দেখে স্তম্ভিত পুলিশ (Police) থেকে সাধারণ মানুষ সকলেই। কী এমন ঘটল সেখানে? মুণ্ডুকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার সকালে এলাকার জঙ্গল লাগোয়া একটি জায়গা থেকে মুণ্ডহীন দেহটি উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুন না কি নরবলি না কি দুর্ঘটনা? এই তিনটি সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজোল এলাকার দেওতলা অঞ্চলে। এই এলাকা দিয়েই গিয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়ক। আর সেখানে রাস্তার ধারেই জঙ্গল রয়েছে, যেখানে মুণ্ডকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান। তখন শুধুমাত্র বারমুডা পরা অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তারপর তাঁরা আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। দেহের কয়েক গজের মধ্যেই পাওয়া যায় কাটা মুণ্ড। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: ফের গোষ্ঠীকোন্দল! মিনাখাঁয় তৃণমূল বিধায়কের উপর হামলা
কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের তরফ থেকে ভিন্ন ভিন্ন সম্ভাবনার তত্ত্ব ছাড়া আর কিছুই উঠে আসেনি। ঘটনা প্রসঙ্গে বিজয় ভট্টাচার্য নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সকালে খবর পেলাম জঙ্গলের ভিতরে একটি দেহ পড়ে আছে। গিয়ে দেখলাম দেহ এক দিকে মাথা আর এক দিকে দেহ পড়ে। পুলিশে খবর দেওয়া হয়েছিল। তারা এসে দেহ নিয়ে গিয়েছে। কোথা থেকে এল, কার দেহ, সে সব পুলিশ তদন্ত করে দেখছে। তিনি আরও জানান, এটি খুনও হতে পারে, দুর্ঘটনাও হতে পারে। এখনই আন্দাজে কিছু বলা যাবে না। বাঁ হাতটা বুকের উপরে রাখা ছিল। হাত এবং পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। কিন্তু এই দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নরবলির একটা সম্ভাবনাও শোনা গিয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, ফরেনসিক তথ্য সংগ্রহ করা এবং মৃতদেহের ময়নাতদন্তের পরই ঘটনার আসল কারণ জানা যাবে।
দেখুন অন্য খবর: