ঘাটাল: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা গায়েব। ৪৬ জন পড়ুয়ার ট্যাবের টাকা (Ghatal Tab Scam) গায়েব। খড়ার শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন পড়ুয়ার মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। যার জেরে সমস্যায় পড়ুয়ারা। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘তরুণের স্বপ্ন’। এবছর থেকে দুর্গাপুজোর আগে ওই অর্থ পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অনেক পড়ুয়াই ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: টোটো সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবিতে সরব হলেন পদ্মশ্রী প্রাপ্ত লেখক ধনীরাম
ফের ট্যাব দুর্নীতির হদিশ রাজ্যে। ঘাটাল (West Midanpore Ghatal) মহকুমার খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের ৪৬ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা ঢুকল অন্য অ্যাকাউন্টে। অভিযোগ,স্কুলের ২৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৬ জনের টাকা ঢুকে গিয়েছে অন্য একাউন্টে। এই নিয়ে চরম সমস্যায় পড়ুয়ারা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার জানা জানান, হ্যাকিং হওয়ার কারনে ৪৬ জন ছাত্রছাত্রীর টাকা অন্য একাউন্টে চলে যায়। আমরা জানতে পেরে ব্যাঙ্কে ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পারি ৪৬ জনের মধ্যে ২২ জন টাকা তুলে নিয়েছে প্রতারকরা। আর বাকি চার জনের টাকা আমরা বাড়িতে গিয়ে উদ্ধার করি। আর ২০ জনের টাকা ব্যাঙ্কে গিয়ে হোল্ড করিয়ে দি যাতে ওই টাকা তুলতে না পারে প্রতারকরা। তিনি বলেন বেশিরভাগ এই টাকা উত্তর দিনাজপুর,মালদা,শিলিগুড়ির বাসিন্দাদের একাউন্টে গেছে। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ করেন।
দেখুন ভিডিও