কলকাতা: সামনের শিক্ষা বর্ষেই ছাত্রীদের জন্য দরজা খুলছে কলকাতার স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল (Scottish Church Collegiate School)। স্কুলের ১৯৩ বছরের ইতিহাসে এই প্রথম। ২০২৪ শিক্ষা বর্ষ থেকে শুরু হবে ছাত্রী ভর্তি প্রক্রিয়া। স্কুলের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে, প্রাক প্রাথমিক, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক তিন স্তরেই ছাত্রীদের ভর্তি নেওয়া শুরু হবে।
১৮৩০ সালে এই স্কুল চালু করেছিলেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ। ডায়োসেশন স্কুল পরিচালন সমিতির মাধ্যমে পরিচালিত হয় এই স্কুল। পুরনো খ্রিস্টান মিশনারি স্কুলগুলির মধ্যে এটি অন্যতম। ২০২০ সালে উচ্চ মাধ্যমিকে এই স্কুলের দুই কৃতী জায়গা করে নেয় মেধা তালিকায়।
আরও পড়ুন মহুয়া মৈত্রর বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আইনজীবীর
স্কুলের পরিচালন সমিতি জানিয়েছে, আগামী শিক্ষা বর্ষ থেকে ছাত্রীদের জন্য খুলে যাচ্ছে এতদিন বন্ধ থাকা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের দরজা। বেথুন স্কুল মহিলাদের শিক্ষার প্রসারে বরাবরই অগ্রগণ্য ভূমিক নিয়েছে।এবার সেখানে এগিয়ে যেতে চায় এই প্রথিতযশা স্কুল।
আরও খবর দেখুন