সুমন ভৌমিক, দক্ষিণ দিনাজপুর :- পাচারের নয়া পন্থা! পায়ের সঙ্গে টেপ জড়িয়ে সোনা পাচারের অভিযোগ। এই ঘটনায় হিলি সীমান্তে (Hili Border) পাকরাও এক তৃণমূল নেতা। রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বিএসএফ (Bsf)।
এদিকে বুধবার ওই তৃণমূল নেতা এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ভীমপুর বিওপির শ্রীরামপুর সীমান্তে হানা দেয় ৬১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের বিশেষ একটি দল। বেলা বারোটা নাগাদ ওই এলাকার সীমান্ত ফটকে তল্লাশি চালিয়ে ত্রিমোহিনীর এক বাসিন্দার শরীর থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়। অন্তত ৩টি সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচারে চেষ্টা করছিলেন ধৃত সঞ্জয় মণ্ডল।
আরও পড়ুন: ট্যাব দুর্নীতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বঞ্চিতদের অবিলম্বে টাকা দেওয়ার নির্দেশ
উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন প্রায় ৩৩০ গ্রাম। যার বাজার মূল্য ২৮ লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিক তদন্তে অনুমান বিএসএফ আধিকারিকদের।
ওই ঘটনায় সোনা পাচারকারী ধৃত ব্যক্তিকে দফায় দফায় জেরা করছে বিএসএফ। জেরা শেষ হওয়ার পরে ধৃতের বিরুদ্ধে আইন প্রক্রিয়া সম্পন্ন হলে শুল্ক দফতরে হস্তান্তর করা হয়।
দেখুন অন্য খবর: