কলকাতা: গল্ফ গ্রিনে (Golfgreen Incident ) কাটা মুণ্ড উদ্ধারে চাঞ্চল্যকর মোড়। শুক্রবার সকালে গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু। ঘটনার তদন্তে নামার কয়েক ঘণ্টার মধ্যেই মৃতার পরিচয় জানতে পারল তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে চাইছে না পুলিশ। মৃতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। পেশায় পরিচালিকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমঘটিত টানাপোড়েনের জেরে নৃশংসভাবে খুন হতে হয়েছে মহিলাকে।
আরও পড়ুন: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু
ঘটনার তদন্তে গল্ফগ্রিন, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরের পুলিশ বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মহিলারা মাথায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাট করতেই গলা থেকে মুণ্ড কেটে নেওয়া হয়। গোয়েন্দা সূত্রের খরব, মৃত মহিলা কলকাতায় পরিচারিকার কাজ করতেন। দিন কয়েক আগে এই মহিলার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল থানায়। সেই সূত্র ধরে মহিলার পরিচয় জানা গিয়েছে। জানা যায়, এক মিস্ত্রির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। খুনি সম্ভবত পেশায় রাজমিস্ত্রী। ইতিমধ্যেই খুনির তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা।
উল্লেখ্য, শুক্রবার সকালে নেতাজি নগর থানার পাশে এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধার করা হয়েছে। সেই ঘটনা প্রথমে নজর আসে স্থানীয় বাসিন্দাদের। তারপরেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলারকে। কাউন্সিলার তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন ঘটনার তদন্তে। নজরে আসে ময়লা ফেলার জায়গাতে পড়ে রয়েছে এক মহিলার কাটা মুণ্ডু। দেখা মেলে তাজা রক্তেরও। যা দেখে অনুমান করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে গতকাল নয়ত আজ সকালে। তাঁকে খুন করে, নিহত মহিলার কাটা মুণ্ডু আবর্জনার স্তুপে কেউ ফেলে দিয়ে গিয়েছে। যার জেরে এলাকাজুরে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
অন্য খবর দেখুন