কলকাতা: গল্ফগ্রিন (Golfgreen Incident) কাটামুণ্ডু উদ্ধার কাণ্ডে নয়া মোড়। ২৪ ঘণ্টার মধ্যে মহিলার বাকি দেহাংশ উদ্ধার। শুক্রবার গল্ফগ্রিন থেকে উদ্ধার হয় কাটা মাথা। শনিবার রিজেন্ট থেকে উদ্ধার হল দেহের বাকি দুই অংশ। উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম আতিকুর লস্কর। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় আতিকুরকে দেখা গিয়েছিল। সেই কারণে পুলিশ তাঁর সন্ধান চালাচ্ছিল। ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতার জামাইবাবু। মহিলাকে খুনের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না তার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
শনিবার রিজেন্ট পার্ক এলাকা থেকে মহিলার কিছু দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। দেহ টুকরো করতে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, কত টুকরো করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। পুলিশ সূত্রের খবর, আটক হওয়া ব্যক্তির নাম আতিকুর লস্কর। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় আতিকুরকে দেখা গিয়েছিল। সেই কারণে পুলিশ তাঁর সন্ধান চালাচ্ছিল। অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তি ওই মহিলার আত্মীয় বলে সূত্রের খবর। জেরার পর অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। তবে ওই ব্যক্তি খুনের ঘটনায় সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: পরকীয়া প্রেমের পরিণতি! গল্ফগ্রিন মুণ্ডু উদ্ধার কাণ্ডে নয়া মোড়
গল্ফগ্রিনের ঘটনার তদন্তে রিজেন্ট পার্ক ও নেতাজি নগরের পুলিশ বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মহিলারা মাথায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাট করতেই গলা থেকে মুণ্ড কেটে নেওয়া হয়। গোয়েন্দা সূত্রের খরব, মৃত মহিলা কলকাতায় পরিচারিকার কাজ করতেন। দিন কয়েক আগে এই মহিলার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল থানায়। সেই সূত্র ধরে মহিলার পরিচয় জানা গিয়েছে। জানা যায়, এক মিস্ত্রির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।
অন্য খবর দেখুন