কলকাতা: ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা (Train Accident)। শুক্রবার রাতে আবারও লাইনচ্যুত হল মালগাড়ি। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় রাঙাপানিতে লাইনচ্যুত হল মালগাড়ি। জানা গিয়েছে, দুটো বগি লাইনচ্যুত হয়েছে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিক-সহ অন্য কর্মীরা। ইতিমধ্যেই লাইনচ্যুত বগি দু’টি ওঠানোর কাজ শুরু হয়েছে। মেন লাইনে কোনও দুর্ঘটনা ঘটেনি। যার ফলে পরিষেবা স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, সপ্তাহ দুই আগে ঠিক একই জায়গায় তেলবোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। গত কয়েক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
আরও পড়ুন: সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ, রাস্তা থেকেই আটক
উল্লেখ্য, ১৭ জুন রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। একটি মালগাড়ি গিয়ে ধাক্কা মারে ট্রেনের পিছনে। গত জুলাই মাসে রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত হয়। অনেকে মনে করছেন, রক্ষণাবেক্ষণের অভাবে বারবার রেল দুর্ঘটনা ঘটছে।
অন্য খবর দেখুন