জলপাইগুড়ি : ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি (Good Train Derail)। ছয়টি বগি লাইনচ্যুত। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে মালগাড়ির ছয়টি বগি লাইনচ্যুত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যায় মঙ্গলবার সকালে একটি খালি মালগাড়ি ধুপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। মালগাড়িটি ইঞ্জিন সহ বেশ কয়েকটি বগি নিয়ে ছুটে চলে। আর মালগাড়িটি মাঝামাঝি স্থানের বগি গুলো আলাদা হয়ে যায়। ময়নাগুড়ি ষ্টেশনে ঢুকেই বাকি বগি গুলো আলাদা হয়ে যায়। লাইনচ্যুত হবার পরে দুই নং রেললাইন থেকে এক নং রেললাইনে লাইনচ্যুত হওয়া আপাতত দুটো লাইনই বন্ধ হয়ে রয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।
অন্য খবর দেখুন