নয়াদিল্লি: টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে। গুগলকে (Google) বিরাট অঙ্কের টাকা জরিমানা (Fine) করল রাশিয়া (Russia)। তা চমকে দেওয়ার মতো। ২.৫ ডেসিলিয়ন ডলার। যা ২৫-এর পরে ৩২টি শূন্য। সাধারণ লাখ বা কোটিতে এই টাকার হিসেব মেলানো দুষ্কর। জ্যোতির্বিজ্ঞানে গণনার ক্ষেত্রে ডেসিলিয়নের ব্যবহার করেন বিজ্ঞানীরা। গুগলকে মহাজাগতিক অঙ্কে জরিমানা করল রাশিয়া।
কেন? অভিযোগ, ইউক্রেনের উপরে হামলার পর রাশিয়ার সরকারি টিভি চ্যানেলগুলিকে নিষিদ্ধ করে দেয় গুগলের মালিকানাধীন ইউটিউব। তাতেই সুন্দর পিচাইয়ের সংস্থার বিরুদ্ধে মামলা করে ভ্লাদিমির পুতিন সমর্থক ১৭টি সংবাদমাধ্যম। তাদের দাবি ছিল, ইউটিউবে তাদের চ্যানেলগুলি ফিরিয়ে দেওয়া হোক। সেই মামলাতেই গুগলকে দোষী সাব্যস্ত করেছে রুশ আদালত। জানিয়েছে, জাতীয় সম্প্রচার আইন ভঙ্গ করেছে এই মার্কিন বহুজাতিক। তাই ২.৫ ডেসিলিয়ন আর্থিক জরিমানার পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য নির্দেশ দেওযা হয়েছে ইউটিউবকে। না হলে প্রতিদিন দ্বিগুণ হবে জরিমানার অঙ্ক। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বেনজির এই জরিমানার বিষয়টি প্রতীকী। রাশিয়ার সংবাদমাধ্যম সম্পর্কে গুগলকে মনোভাব বদল করতে বাধ্য করতে এই শাস্তি।
আরও পড়ুন: ইরানের সেনাকে ইজরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ ধর্মীয় নেতার
দেখুন অন্য খবর: