কলকাতা: ফের ট্রাম্পের (Donald Trump) উপর হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রবিবার ফ্লোরিডায় গল্ফ ক্লাবে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ট্রাম্প অবশ্য নিরাপদেই রয়েছেন বলে জানানো হয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস।
রবিবার ফ্লোরিডায় গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন ট্রাম্প। সে সময় আচমকা সেখানে গুলির শব্দ শোনা যায়। আগ্নেয়াস্ত্র-হাতে ক্লাবের সামনে এক প্রৌঢ়কে দেখেন সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্তারা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যান প্রৌঢ়। অন্তত চার বার তিনি গুলি চালিয়েছিলেন। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: আমেরিকা দেউলিয়া হওয়ার পথে, সতর্কতা মাস্কের
বেশ কিছুদিন আগে পেনসিলভেনিয়ায় এক সভায় ট্রাম্প বক্তব্য রাখছিলেন। সেই সভায় তাঁর উপর হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিলেন। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল।
অন্য খবর দেখুন