নয়াদিল্লি: অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) কথা তুলে ধরে বিজেপিকে খোঁচা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা (Omar Abdullah)। তিনি মঙ্গলবার বলেন, বাজপেয়ীর রোডম্যাপ অনুসরণ করা হলে রাজ্যটি কখনওই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হত না। উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় আবদুল্লা বলেন, ২০০০ সালে বিধানসভায় জম্মু ও কাশ্মীরের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য প্রস্তাব পাস করা হয়। বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময় তা প্রত্যাখ্যান করা হয়। পরে বাজপেয়ী তাঁর ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি সেসময়ের আইনমন্ত্রীকে মনোনীত করেছিলেন বিষয়টি দেখভালের জন্য।
তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত, বাজপেয়ীর দেখানো পথ এবং রোডম্যাপ মাঝপথে ছেড়ে দেওয়া হয়েছে। এবং মানুষকে সংযুক্ত করার পরিবর্তে দূরত্ব তৈরি করা হচ্ছে। তা হলে আমরা যেখানে আছি সেখানে থাকতাম না। বাজপেয়ীর প্রশংসা করে তিনি জানান, বাজপেয়ী ছিলেন একজন মহান স্বপ্নদর্শী। যিনি লাহোর বাস চালু করেছিলেন এবং মিনার-ই-পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর ‘ইনসানিয়াত, (মানবতা), জামহুরিয়াত (গণতন্ত্র) এবং কাশ্মীরিয়াত (কাশ্মীরি জনগণের পরিচয়)’ এর স্লোগান ছিল দৃষ্টিভঙ্গিতে পূর্ণ এবং রাষ্ট্রনায়কত্বের প্রতিফলন।
আরও পড়ুন: গুজরাটে ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, কংক্রিটের নীচে আটকে কর্মরত শ্রমিকরা
দেখুন অন্য খবর: