তেলআভিভ: ইজরায়েল হামাস যুদ্ধ (Israel Hamas War) আর প্যালেস্তাইনে (Palestine) সীমাবদ্ধ নয়। এবার তা পৌঁছল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে। যেখানে ইজরায়েলি হামলায় হামাসের ডেপুটি নেতা নিহত হল। ইজরায়েলের হামলায় সালেহ আল-আরুরি (Saleh al Aruri) তাঁর দেহরক্ষীদের সঙ্গে নিহত হয়েছে। ওই হামলায় একটি ভবনের দুটি তলা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামাসের একটি অফিসে আঘাত করেছে ইজরায়েল। এটি লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের শক্ত ঘাঁটি। হামাস টিভি আরও বলেছে, হামলায় মোট ছয়জন নিহত হয়েছে।
হামাসের বন্দুকধারীরা ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করেছে। ইজরায়েলে তাদের অক্টোবরের হামলায় প্রায় ১১৪০ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। একই সঙ্গে হামাস ২৫০ জনকে বন্দি করে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, এরপর ইজরায়েল গাজায় ক্রমাগত বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করেছে। যাতে এখনও পর্যন্ত কমপক্ষে ২২ হাজার ১৮৫ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। ইজরায়েলি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে। এদিকে রাষ্ট্রপুঞ্জ গাজার মানবিক সংকটের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। যা প্রায় মানুষকে অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে ফেলেছে। তাদের বেশিরভাগই বাস্তুচ্যুত এবং আশ্রয়কেন্দ্র এবং তাঁবুতে ভিড় করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুর্ভিক্ষ এবং রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
আরও পড়ুন: সুপ্রিম-রায়ের পরেই আদানির শেয়ারে ১১ শতাংশ লাফ
আরও খবর দেখুন