আলিপুরদুয়ার: ‘মা এলো মাটির ঘরে’ নতুনত্ব এই থিমে এবছরও তাক লাগাতে চলেছে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের (Hamiltonganj Agragami sangha) দুর্গাপুজো (Durga Puja 2024) কমিটি। নানান মাটির কলসি সহ একাধিক মাটির সামগ্রী এবং পুজোতে ব্যবহৃত নানান সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ ও প্রবেশদ্বার। পাশাপাশি, দুর্গা প্রতিমাতে পোশাক হিসেবে ব্যবহার করা হয়নি কোনও কাপড়ের, পুরোটাই মাটির রঙ দিয়ে গড়া হয়েছে। মূলত পুজোর পরিবেশ বান্ধব নানান সামগ্রী দিয়েই এবছর তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। থাকছে বিশেষ আলোকসজ্জাও।
গত আগস্ট মাসের প্রথম দিকে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। মণ্ডপ শিল্পীরা এসেছেন বাইরে থেকে। পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবেও পরিচিত এটি। এই বছর অগ্রগামী সংঘের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। মহালয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়েছে পুজোর। এ বিষয়ে পুজো কমিটির সদস্যরা বলেন, ‘প্রতিবছরের মতো এবছরও মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে কিছু নতুনত্ব তুলে ধরার চেষ্টা করেছি।এবছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এমনটাই আশা করছি।’,
আরও পড়ুন: প্রতিমার মুখ বানাতে হয় হাতে, ৩০০ বছর ধরে এই নিয়মে হয়ে আসছে পুজো
উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার চা বলয়ে ও বনবস্তি বাসিন্দাদের কাছে প্রতিবছর হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ নতুনত্ব কিছু তুলে ধরে এ বছরও তার ব্যতিক্রম নয়। এবছরের পুজোয় ‘মা এলো মাটির ঘরে এই থিম নিয়ে জোর চর্চা কালচিনিজুড়ে।
অন্য খবর দেখুন