কলকাতা: ‘নেহাত ‘ফ্যামিলি’ নিয়ে ব্যস্ত ছিলেন, ‘অ্যাকশন’ তো ভোলেননি’। বাংলা জুড়ে একটা কথা রাজা কামব্যাক করেছে। হ্যাঁ কথা হচ্ছে সুপারস্টার দেবের (Dev)। দেবের জন্মদিনে তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শেয়ার করা হল বার্থ ডে স্পেশাল ভিডিও। এক অন্য ভূমিকায় দেখা গেল দেবকে (Dev’s Birthday)।
অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল দেব। তাঁর সাফল্যকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে খাদান। পুষ্পা ২’-এর উন্মাদনার মাঝে ‘খাদান’ হল না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন অভিনেতা দেব। তবে ছবিটা বদলাতে বেশি সময় লাগেনি। খাদান দেখতে রাত জেগেছে বাংলা। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা চার কোটি ছাড়িয়ে গিয়েছে। খাদানের সাফল্যের মধ্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল সুপারস্টারের বার্থ ডে স্পেশাল ভিডিও।
আরও পড়ুন: প্রসেনজিতের কোলে ছোট্ট সান্তা, দেখুন সেই ভিডিও
ভিডিও দেবের জন্মদিন স্পেশাল হলেও আদতে এ তার ভক্তদের জন্য উপহার। কারণ এটি ‘খাদান’ সিনেমার শুটিংয়ের নানা মুহূর্ত, যেখানে দেব সৃজনশীল পরিচালকের ভূমিকায় ব্যস্ত। ভিডিওর একেবারে শেষে লেখা, ‘হ্যাপি বার্থ ডে দাদা’। আর ক্যাপশনে লেখা, ‘তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর এনার্জি আমাদের অনুপ্রেরণা জোগায়, যেমন অনস্ক্রিনে তেমই অফস্ক্রিনে। টেকনিশিয়ানরা বলেছেন, ‘দাদা এ রকম একটা ছবির খুব দরকার ছিল। থ্যাঙ্ক ইউ এ রকম একটা ছবি বানানোর জন্য। তবে দেব জন্মদিনে বিশেষ কোনও প্ল্যানের কথা জানালেন না। দেব জানান, ছবির জন্য প্রচুর পরিশ্রম করেছি। আজকের দিনটা শান্তির।
Your vision, passion and boundless energy inspire us every day, both on and off the screen. Here’s to celebrating the man who wears many hats – actor, producer and now creative director – with unmatched brilliance!
HAPPY BIRTHDAY @idevadhikari DA! pic.twitter.com/oKG8rYSHQh
— Dev Entertainment Ventures (@devpl_official) December 25, 2024
অন্য খবর দেখুন