নন্দীগ্রাম: সোমবার বিধানসভার বাইরে ধরনায় বসবে বিজেপির সাংসদরা। রবিবার মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য শুভেন্দু আধিকারীর (Suvendu Adhikari)। নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ার জেলেমারা ৩৭ নং বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩৭ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে তিনি বলেন, কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এটা নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। যারা মনিপুর নিয়ে গলা ফাটান তাদের আসল চরিত্র স্বরুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ আর মুখোশ প্রকাশিত হয়েছে। আমরা সিবিআই তদন্তের জন্যে আইনি লড়াই করবো। এর প্রতিবাদে বিধানসভার বাইরে আগামিকাল ধরনায় বসব।
বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান নিয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন নিচের তলার পুরসভা গুলি দেউলিয়া হয়ে গিয়েছে। পুলিশ আর পুরসভা টাকা তোলার ব্যবস্থা করছে। কিছু লোককে তুলে সেই জায়গায় রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে। DSDA র প্রয়োজনীয়তা নেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বলেন, এই গুলি বাম আমলে তৈরি হয়েছিল,এদের উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্য ও নগরায়ন করবে,মুখ্যমন্ত্রী ১১ সালে এসে এইগুলো তুলে দেন
নন্দীগ্রামে ৪৭ টা মামলা করেছে ,একই লোকের হাতের লেখায় ৩২ টা FIR,পুরো ম্যানুফ্যাকচার করা ,এখনে এসপি, আইসি মমতাকে খুশি করতে এইগুলো করছে।
আরও পড়ুন: বাংলাদেশে পাচারের চেষ্টা, বিএসএফের তৎপরতায় আটক ৬০ টি গরু
তিনি আরও বলেন, বিজেপি করার অপরাধে নন্দীগ্রামের বিজেপির মণ্ডল প্রেসিডেন্টকে ভোটের আগের দিন গ্রেফতার করা হয়।ধন্যবাদ মমতা পুলিশকে। গ্রেফতার করেছিলেন বলেই মানুষ এই জায়গায় ১০০০ ভোটে লিড দিয়েছে , তাই এর বাড়িতে মন কি বাত করে গেলাম। ভোট পরবর্তী হিংসায় খানাকুলে ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে এসে তাঁদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্য খবর দেখুন
