ভুবনেশ্বর: এবার এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের ভুবনেশ্বর শহরে এক ১৬ বছর বয়সী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ধর্ষণ করার সময় ওই নাবালিকার আপত্তিকর ভিডিও তুলে তাঁকে এবং তাঁর পরিবারকে ব্ল্যাকমেল করার ঘটনাও ঘটেছে। আর এই পুরো ঘটনায় আরেক ১৬ বছর বয়সী নাবালিকার জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে। গত ১৬ ই অক্টোবর রাতে ভুবনেশ্বর শহরের এক অনামী হোটেলে এই ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাজা পট্টনায়েক এবং দীপক বেহেরা নামের ১৯ বছর বয়সী ২ নাবালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার পিনাক মিশ্রা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে যে দুই নাবালককে গ্রেফতার করা হয়েছে, তাঁদের দুজনকেই জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। এছাড়াও, পাপু দ্বিবেদী (২৩) এবং প্রকাশ বেহেরা (২১) নামের আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: বিয়ে অবৈধ হলেও সন্তানের জন্ম নথিবদ্ধকরণ অস্বীকার করা যায় না, রায় কোর্টের
ভুবনেশ্বরের ওই হোটেলে ঠিক কী হয়েছিল ১৬ ই অক্টোবর রাতে? জানা গিয়েছে, ওইদিন বিকেলে স্থানীয় একটি পার্কে ওই কিশোরীকে নিয়ে যায়। সেখানে তাঁকে একটি কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। ওই পানীয়র মধ্যেই ঘুমের ওষুধ মেশানো ছিল বলে জানা গিয়েছে। তারপর অভিযুক্ত চারজন একসাথে মিলিত হয়ে অচৈতন্য অবস্থায় কিশোরীকে হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করে। একইসঙ্গে, কুকর্মের সময়ের ভিডিও রেকর্ড করে তাঁরা। পরে ওই ভিডিও দেখিয়ে তরুণীর পরিবারের থেকে ৫০,০০০ টাকা দাবি করে অভিযুক্তরা। টাকা না দিলে ওই ভিভিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল করার হুমকিও দেওয়া হয় বলে খবর। যদিও তার আগেই শ্রীঘরে ঠাই হয়েছে অভিযুক্তদের।
দেখুন অন্য খবর: