নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের (Haryana Assembly Election) দিন এগিয়ে আসছে। হাতে আর একমাসও সময় নেই। বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) দুই দলই সরকারে আসবে বলে দাবি করছে। এমনকী আঞ্চলিক দল জেজেপিও ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করছে। চর্চা চলছিল কংগ্রেস কি অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টরের জেরে ১০ বছর পর ফের ক্ষমতায় ফিরতে চলেছে? বিজেপি কি পরপর তিনবার ক্ষমতায় ফিরবে কি না তা নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে একটি সমীক্ষা সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ৯০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না কোনও দল।
ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, হরিয়ানায় মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির নায়েব সিং শাইনির পক্ষে ৩১ শতাংশ মানুষ মত দিয়েছেন। কংগ্রেসের ভূপেন্দ্র সিং হুডার পক্ষে মত দিয়েছেন ২৯ শতাংশ মত। জেজেপির দুষ্যন্ত চৌতালার পক্ষে মত দিয়েছেন ৮ শতাংশ মানুষ। দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৩৮টি আসন। বিজেপি পেতে পারে ৩৫.৬ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৬ থেকে ৪১টি আসন। কংগ্রেস পেতে পারে ৩২.৪ শতাংশ ভোট। জেজেপি পেতে পারে ২ থেকে ৫টি আসন। তারা পেতে পারে ৮.৮ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে ৬ থেকে ১১টি আসন। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদের দাবিদারের ক্ষেত্রে প্রথম পছন্দ ভূপেন্দ্র সিং হুডা। তিনি পেয়েছেন ৪০ শতাংশ মত। রণদীপ সূর্যেওয়ালা ২০ শতাংশ মত পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপরে রয়েছেন কুমারী শৈলজা। তিনি পেয়েছেন ১৯ শতাংশ সমর্থন।
আরও পড়ুন: অরিন্দম শীলের পাশে দাঁড়ালেন না বোন দেবলীনাও
আরও খবর দেখুন