নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল হরিয়ানায় (Haryana) এক দশকের বিজেপি শাসনের পর পালাবদল আসন্ন। অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টরের জেরে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস (Congress)। কিন্তু, ভোটের ফলে দেখা গেল তৃতীয়বারের জন্য সরকার গড়ছে বিজেপি। এবার তা নিয়ে মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানায় বিজেপির কাছে কংগ্রেসের পরাজয়ের একদিন পরে রাহুল গান্ধী বুধবার রাজ্যে দলের হতাশ পারফরম্যান্সের বিষয়ে তাঁর নীরবতা ভাঙলেন। তিনি এটাকে অপ্রত্যাশিত ফল বলেছেন। তিনি হরিয়ানার কয়েকটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় অনিয়মও চিহ্নিত করেছেন বলে জানালেন।
রাহুল গান্ধী, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের ফল ঘোষণার একদিন পরে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, কংগ্রেস হরিয়ানার কিছু বিধানসভা কেন্দ্রে ভোট গণনার ক্ষেত্রে অসঙ্গতির অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনকে জানাবেন। তিনি বলেন, আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফল বিশ্লেষণ করছি। অনেক বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগ সম্পর্কে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব। হরিয়ানার সব জনগণকে তাদের সমর্থনের জন্য এবং আমাদের দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ।
আরও পড়ুন: দিল্লিতে চমকে দেওয়া ঘটনা, মুখ্যমন্ত্রীর ঘর থেকে জিনিস বাইরে ছুড়ে ফেলা হল
আরও খবর দেখুন