কলকাতা: শেখ মুজিবর রহমানের পরিবার আর বাংলাদেশে (Bangladesh) বিশেষ নিরাপত্তা (Security) পাবেন না। সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Interim Government)। বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানিয়েছে, আগের শেখ হাসিনার সরকার একটি বিশেষ আইন জারি করেছিল। ২০১৫ সালে এই আইন মেনে বিশেষ নিরাপত্তা দেওয়ার গেজেট জারি করা হয়।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা (বন্ধ) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ায় অনুমোদন দিয়েছে। অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, একটি পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছিল। যা বৈষম্যমূলক। অন্তর্বর্তী সরকার সবরকম বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। এখন দেশে সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা প্রয়োজন। উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: অন্ধ্রে ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা
আরও খবর দেখুন