কলকাতা: বাংলাদেশে (Bangladesh) অশান্ত পরিস্থিতি সামলাতে দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী। ছাত্র জনতা আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশ ত্যাগের পর একের পর এক থানায় পুলিশকর্মীদের উপর হামলা হয়েছে। পরে সেনার সহযোগিতায় থানাগুলি চালু হয়। এবার টার্গেট করা হল সেনাবাহিনীকে। পুড়িয়ে দেওয়া হল সেনাবাহিনীর গাড়ি। কেড়ে নেওয়া হল অস্ত্র।
শনিবার বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এদিন বাংলাদেশের সময় বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসষ্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। তাতে পাঁচ সেনা সহ সাতজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়। মহাসড়কের দুই পাশে গাড়ি আটকে পড়ে। ঘটনাস্থলে সেনা গেলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: যতদিন দরকার, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার থাকবে, জানালেন আইন উপদেষ্টা
আরও খবর দেখুন