কলকাতা: ২০১৪ সালের টেট (TET) পরীক্ষার ওএমআর শিটের তথ্য সম্বলিত হার্ডডিস্ক পেশ করার জন্য সিবিআইকে (CBI) নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার নয়া মোড়। ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট এবং ফলাফল সংক্রান্ত হার্ডডিস্ক তথা ইলেকট্রনিক্স সার্ভার আদালতে পেশ করতে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
ওএমআর শিট স্ক্যান করে ডিজিটাল ফর্মে সংরক্ষিত হয়েছিল যে সার্ভার তথা হার্ডডিস্কে, সেটি তাদের হেফাজতে আছে কি না অথবা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সেই প্রসঙ্গে নিশ্চিত হতে সিবিআইকে এমন নির্দেশ। কারণ, আদালতকে জানানো হয়, ২০১৪ সালের টেট পরীক্ষার সমস্ত ওএমআর শিট স্ক্যান করা হয়েছিল এবং হার্ডডিস্কে স্টোর করা হয়। কিন্তু, পরে বোর্ড দ্বারা নিয়োজিত এজেন্সি তা ডিলিট করে দেয় বা মুছে দেয়। যেখানে সেই অরিজিনাল ওএমআর শিট স্ক্যান করে রাখা আছে, তার হদিস তদন্তকারীকে দিতে নির্দেশ আদালতের। শুক্রবার সিবিআইকে সেই হার্ডডিস্ক পেশ করার নির্দেশ।
আরও পড়ুন: ধুন্ধুমার কান্ড কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে
আরও খবর দেখুন