নিজস্ব সংবাদদাতা: গুরুগ্রামের ডিএলএফ সিটিতে ৪০০০ বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের (High Cou। স্থানীয় প্রশাসনের মদতে জমি মাফিয়ারা উদ্বগজনকভাবে সেখানে একের পর এক নির্মাণ তুলছে বলে ওঠা অভিযোগে প্রামাণ্যতা পেয়ে আগামী দুই মাসের মধ্যে হরিয়ানা রাজ্য কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ।
আরও পড়ুন: বজবজের গণধর্ষণ ও ডাকাতির মামলায় সাজা ঘোষণা
উন্নয়নের পথে চলা ওই কলোনিতে শক্তিশালী কিছু গোষ্ঠী ও ল্যান্ড মাফিয়ারা প্রশাসন চোখ বন্ধ রাখার কারণে নির্মাণ করে যাচ্ছে। ২০১৬ সালের বিল্ডিং বাই লস, ২০১৭ সালের বিল্ডিং বাই লস এবং হরিয়ানা বিল্ডিং কোড লঙ্ঘন করেই বেআইনি, অনুমোদনহীন নির্মাণগুলি হচ্ছে। অবিলম্বে যত্রতত্র এবং পরিকল্পনাহীন এমন উন্নয়ন বন্ধ না করলে সেখানকার পরিকাঠামো ভেঙে পড়বে। জলসঙ্কট দেখা দেবে, নিকাশি ব্যবস্থার অবনতি ঘটবে, বাতাসের মান খারাপ হবে, পরিবহন ব্যবস্থায় সংকট দেখা দেবে, বিদ্যুৎ সহ অন্যান্য সাধারণ পরিকাঠামগত সুবিধা সংক্রান্ত সমস্যা তৈরি হবে। অভিমত আদালতের।
দেখুন আরও খবর: