কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের বিচার চেয়ে ইতিমধ্যে প্রত্যন্ত এলাকার স্কুলগুলিও (School) পথে নেমেছেন। এবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের হাইস্কুল ও হাইমাদ্রাসার প্রধান শিক্ষকদের সংগঠন। সোমবার সংগঠনের ডাকে প্রতিবাদী মিছিলে পা মেলান বিভিন্ন জেলার প্রায় ৫০০-রও বেশি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা।
কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে দিনভর অবস্থান কর্মসূচি চলে। ওই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের হাইস্কুল ও হাইমাদ্রাসার প্রধান শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস। সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন শয়ে শয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে। অনেকে জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা ফের পথে নামবেন। দ্রুত আরজি কর কাণ্ডে দোষীর শাস্তির দাবি জানান তাঁরা।
আরও পড়ুন: হাসিনার পরিবার বিশেষ নিরাপত্তা পাবেন না, সিদ্ধান্ত বাংলাদেশে
আরও খবর দেখুন