কলকাতা: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) পোর্টাল থেকে ৫০০র বেশি সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে নিষ্ক্রিয় (Senior Resident Doctor Deactivate) করল স্বাস্থ্য দফতর। আরজি করের অভায়া কাণ্ডের জেরে কর্মবিরতি চলাকালীন এই সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেছেন। প্রায় ৫৪ কোটি টাকা তারা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কামিয়েছেন। চুক্তি অনুযায়ী এমডি বা এমএস পাস করার পর তিন বছরের জন্য সিনিয়র রেসিডেন্ট হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসকের কাজ করতে হয় এদের। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে প্র্যাকটিস করতে পারেন না। কিন্তু যখন সরকারি হাসপাতালে কর্মবিরতি চলছে তখন ৫০০র বেশি সিনিয়র রেসিডেন্টকে চিহ্নিত করা হয়েছে।
আরজি করের প্রতিবাদে দীর্ঘদিন ধরে চিকিৎসকরা কর্মবিকতিতে ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন এই সময় সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করেছেন। স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (আরএমও), সিনিয়র রেসিডেন্ট(এসআর) চিকিৎসকদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নির্দেশিকায় আরএমও এবং এসআর চিকিৎসকদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, আধার এবং প্যান কার্ড নম্বর চাওয়া হয়েছে। তাঁদের উচ্চশিক্ষা সংক্রান্ত নথিও চেয়েছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকার কপি স্বাস্থ্য সাথী প্রকল্পের ফিনান্স আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে। এরপরই শনিবার স্বাস্থ্যসাথী পোর্টাল থেকে ৫০০র বেশি সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে নিষ্ক্রিয় (Deactivate) করল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: গড়ফায় বন্ধুর ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু, আটক ১
স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসে প্রায় ৫৪ কোটি টাকা তারা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কামিয়েছেন। এই ডাক্তাররা বেসরকারি হাসপাতালে অস্ত্রপ্রচারসহ অন্যান্য চিকিৎসার খরচ বাবদ ৫৪ কোটি টাকা সরকারি স্বাস্থ্য বীমা স্বাস্থ্য সাথী থেকে রোজকার করেছেন। এর মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই ১৯ কোটি টাকার বেশি রোজগার করেছেন সিনিয়র রেসিডেন্টরা। এখন থেকে আর কেউ এই সুবিধা পাবেন না। ফলে তাদের এই প্রকল্পের কোনও চিকিৎসার ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন