কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) সরানো হল। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। জুনিয়র চিকিৎসকদের (Doctors Protest) দাবিকে মান্যতা স্বাস্থ্যভবন (Swasthtya Bhaban)। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরাল রাজ্য সরকার। বুধবার রাতে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
আরও পড়ুন: রাজ্য পুলিশে রদবদল, বাড়তি দায়িত্ব পেলেন জাভেদ শামিম
বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। চিকিৎসকরা মিছিল করে স্বাস্থ্যভবন যান। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল, সেই পদ থেকেও তাঁকে অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব। রাজ্য আন্দোলনকারীদের দাবি মানলেও এখনই কর্মবিরতি অনড় আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, সন্দীপ ঘোষকে নিয়ে নির্দেশিকায় কী লেখা থাকছে, তার উপর সব কিছু নির্ভর করছে। সন্দীপ ভবিষ্যতে আর কোনও প্রশাসনিক কাজে যোগ দিতে না পারেন সেটা নিশ্চিত করতে হবে।
অন্য খবর দেখুন