ওয়েব ডেস্ক: আরজি কর আন্দোলনের সময় বহুল প্রচলিত হন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডাক্টারদের আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হয়ে ওঠেন তিনি। তবে এবার চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বদলি করা হল দার্জিলিংয়ে।
এতদিন তিনি বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH পদে কর্মরত ছিলেন, তবে এবার তাঁকে বদলি করা হল দার্জিলিংয়ের টিবি হাসপাতালে।
আরও পড়ুন: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়!
যদিও স্বাস্থ্য দফতরের এই বদলি প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি বলেন এইভাবে আন্দোলন থেকে প্রত্যাহার করানো যাবেনা। আরও জরালো হবে প্রতিবাদ। যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে এটি রুটিন বদলি। এর মধ্যে রাজনীতির কোন গন্ধ নেই। যদিও এই বদলি নিয়ে শুরু হয়েছে জোড় আলোচনা।
সুবর্ণ গোস্বামীর অভিযোগ, এর আগে তাঁকে সাতবার বদলি করা হয়েছে। এই নিয়ে অষ্টমবার। এমনকি তাঁর অভিযোগ একই পদে তাঁকে পাঁচবার বদলি করা হয়েছে।
দেখুন অন্য খবর