কলকাতা: আন্দোলনকারী চিকিৎসকদের (Doctors Protest) কাজে ফেরার আবেদন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Health Secretary Narayan Swaroop Nigam)। শুক্রবার স্বাস্থ্যসচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে একাধিক ব্যবস্থা। রাজ্য সরকারের তরফে ‘রাত্তিরের সাথী’ নির্দেশিকার মেনে ইতিমধ্যে প্রক্রিয়াও শুরু হয়েছে। রোগীস্বার্থে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানের অনুরোধ করেন স্বাস্থ্যসচিব।
আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদ ও হাসপাতাল ভাঙচুরে পর লাগাতার আন্দোলনে ডাক্তাররা। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন চিকিৎসকদের কাজে ফিরতে। কিন্তু লাভ হয়নি। শুক্রবার আবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেন স্বাস্থ্যসচিবও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ। দীর্ঘদিন ধরে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সরকারি-বেসরকারি সব হাসপাতালে বন্ধ ওপিডি। গ্রাম এমনকী বাংলাদেশে থেকে আসা বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন শহরে। আর তাঁরা এই পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে পথে মারা যাচ্ছেন। চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিপাকে রোগীরা।
আরও পড়ুন: কলকাতা টিভির হাতে আরজি করের সিসিটিভি ফুটেজ
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমাদের রেসিডেন্ট চিকিৎসকেরা যাতে সম্পূর্ণ নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। নতুন সরকারি নির্দেশিকা রাত্তিরের সাথী অনুযায়ী কাজও শুরু করেছি। নিগম বলেন,আমরা আরও বেশি সংখ্যায় সিসি ক্যামেরা বসাচ্ছি। রেসিডেন্ট চিকিৎসকদের ঘরের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। তাঁদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসগুলির সমস্ত এলাকা আলোকিত করার ব্যবস্থাও করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালগুলির ক্যাম্পাসে এবং হস্টেলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। যাঁদের মধ্যে থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীরাও।
দেখুন ভিডিও