নদিয়া: নদিয়ার (Nadia) কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে (Hospital) রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (Health University) প্রতিনিধিদল। আলোচনা কর্তৃপক্ষ সহ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের সঙ্গে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে নদিয়ার কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলেন ৪ সদস্যের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার নবনিযুক্ত অধ্যক্ষ মনিদীপ পালের অফিস রুমে বৈঠক করে ওই প্রতিনিধিদল। পরে আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়ারাও ওই প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত দুদিন ধরে প্রিন্সিপালের ঘরের সামনে তাঁরা বিক্ষোভ করেন। তাঁরা দাবি করেন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিক তাঁদের দাবিদাওয়াগুলো এই কলেজে এসে কথা বলে পূরণ করুক। এমনকী সহ উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন আন্দোলনরত চিকিৎসক থেকে মেডিক্যাল পড়ুয়ারা।
আরও পড়ুন: গ্রামীণ হাসপাতালে করা হল পুলিশ ক্যাম্প
গতকালই এনএমসির নির্দেশ মেনে আগের প্রিন্সিপালকে পদ থেকে সরিয়ে অন্য একজনকে প্রিন্সিপালের দায়িত্ব দেয় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এদিন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা হয়েছে। আমরাও তাড়াতাড়ি দাবি পূরণ করতে চাই। কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্রদের স্বার্থে এনএমসির গাইডলাইন মেনে প্রিন্সিপালকে সরানো হয়েছে। আগে প্রিন্সিপালের পদের জন্য বিজ্ঞাপন করা হয়েছিল। কিন্ত কাউকে পাওয়া যায়নি। তখন স্থায়ীভাবে কাউকে বসানো হয়নি। স্থায়ীভাবে তখন কাউকে পাইনি। প্রিন্সিপাল পদের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আজই। ছাত্রদের দাবি দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে। সহ উপাচার্যের বিষয়টা নিয়ে প্রতিনিধিরা বলেন, ছাত্র শিক্ষক সম্পর্ক বাবা মায়ের মতো। অন্যদিকে নতুন প্রিন্সিপাল ডাক্তার মনিদীপ পাল বলেন, আলোচনা হয়েছে। সমস্যাগুলো অনেকটাই সমাধানের দিকে এগোচ্ছে। আশা করছি দ্রুত মিটে যাবে। ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আরও খবর দেখুন: