নয়াদিল্লি: ‘কেন মহিলারা রাতে কাজ করতে পারবেন না। কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন মহিলা ডাক্তারদের কাজের সীমা বেঁধে হচ্ছে? ওঁনারা এটা চান না। মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া। রাতে মহিলাদের কাজ থেকে অব্যাহতি সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের মুখে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দেন। প্রধান বিচারপতি আরও বলেন, মহিলা ডাক্তাররা রাতে কাজ করতে পারবেন না, আপনারা একথা বলতে পারেন না। পাইলট, সেনা, সবেতে রাতে কাজ হয়।
মঙ্গলবার শীর্ঘ আদালতে আরজি কর মামলার (R G Kar Hospital Incident) শুনানি চলছে। শুনানির শুরুতে রিপোর্ট জমা দিয়েছে। ডাক্তারদের নিরাপত্তা, ঘটনারদিন হাসপাতালের সিসিটিভি ফুটের সময় সহ রাজ্যের জারি করা বিজ্ঞর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন প্রধানবিচারপতি প্রশ্ন তোলেন কেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না। মহিলাদের রাতে কাজ করা ইস্যুতে, রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। আপনারা বলতে পারেন না, মহিলারা রাতে কাজ করতে পারবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, বিমানচালক, সেনাতে অনেক মহিলা রাতে কাজ করেন। তাহলে এই বিজ্ঞপ্তি কেন? সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে পরেই বিজ্ঞপ্তির ওই অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী। রাজ্য জানায়, ওই বিজ্ঞপ্তির যে ৫ এবং ৬ নম্বর অংশ নিয়ে আপত্তি রয়েছে, তা মুছে ফেলা হবে।
আরও পড়ুন: উইকিপিডিয়া থেকে আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম মুছতে বলল সুপ্রিম কোর্ট
পাশাপাশি এদিন আদালত রাজ্যকে প্রশ্ন করেন হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় সরকার কী কী পদক্ষেপ করেছেন। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট শীর্ষ আদাসতে জমা দিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, রেস্টরুম, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে।
দেখুন ভিডিও