কলকাতা: রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ। সকাল থেকে কলকাতায় দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি (Heavy Rain ) হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সলকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে। নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। নিম্নচাপের হাত ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। গত কয়েক দিন ধরে রাজ্য জুড়ে চলছে ঝড়বৃষ্টি। কলকাতা-সহ ১৫টি জেলায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Forecast Thunderstorm) সতর্কতা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মূর্শিদাবাদে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সতর্কতা রয়েছে। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
আগামিকাল, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে সেদিন। ওই জেলাগুলিতেই সেদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া মাঝে মাঝে দমকা বাতাসেও পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্য খবর দেখুন