কলকাতা: কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি (Rain) হতে পারে বৃহস্পতিবার থেকে। উত্তরেও ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনেও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বর্ষা প্রবেশ করার পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হচ্ছে। তবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
আরও পড়ুন: ব্যারাকপুরে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে উত্তেজনা, মৃত্যু এক ব্যক্তির
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
আরও খবর দেখুন