ব্রাসেলস: ভারী বৃষ্টি, তুষারপাতের কারণে বিপর্যস্ত আয়ারল্যান্ড (Ireland), ব্রিটেন (UK)সহ ফ্রান্স(France)। বইছে ঝোড়ো হাওয়া। রাস্তায় পড়েছে মোটা বরফের আস্তরণ। বহু উড়ান বাতিল, ফেরি বন্ধ। প্রভাব পড়েছে রেল ও সড়ক পথে। ধীরগতিতে চলছে যানবাহন।
উত্তর-পশ্চিম ইউরোপে শীতের ঝড়ের কবলে পড়ে একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ইংল্যাণ্ডের হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, দিনের শুরুতে উইনচেস্টারের কাছে একটি প্রধান সড়কে একটি গাছ গাড়ির উপর পড়ে যাওয়ার পরে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ জানিয়েছে যে, তাঁদের কাছে সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় আরেকটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে ঝড়ের কারণে সেই মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কারণ দুর্ঘটনার সময় রাস্তা বরফে ঢাকা ছিল না। ঝড়ের কারণে আইরিশ ট্রেন, ফেরি চলাচল বন্ধ। বহু এলাকা বিদ্যুৎহীন।
আরও পড়ুন: বিশ্বাস করতে পারছি না, মহারাষ্ট্র এমন করবে ! প্রতিক্রিয়া উদ্ধবের
উত্তর আয়ারল্যান্ডেও রেল বন্ধ হয়ে গেছে। স্কটল্যান্ড এবং উত্তর ও মধ্য ইংল্যান্ডের কিছু অংশ বিপর্যস্ত, বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটেনের আবহাওয়া দফতর তুষার এবং বরফের সতর্কতা জারি করেছে।
ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে বরফের পুরু আস্তরণ। বিঘ্নিত যান চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান। বরফে ঢাকা পড়েছে এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও।
নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে। বহু বিমান বাতিল করা হয়েছে, দেরিতে ছাড়ছে বহু উড়ান। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস বইতে থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে।টদেশটির আবহাওয়া বিভাগ বলছে, আরও বেশ কয়েকটি দিন ভোগান্তি চলবে।
দেখুন অন্য খবর: