কলকাতা: রবিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও তা অব্যাহত থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। সোমবার থেকে ভারী বৃষ্টিতে (Rain) ভিজতে পারে উত্তরবঙ্গও। রাজ্যজুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। মৌসুমি অক্ষরেখা এখন বিকানির, সিকার, ওরাই, সিন্ধি, রাঁচীর উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের দিকে এগোচ্ছে। সোমবারের মধ্যেই ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতিতে আগামী তিন-চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই। কিছু জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারীর কমলা সতর্কতাও জারি আছে। বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে।
আরও পড়ুন: বিয়ে ভাঙছে গায়ক অনিন্দ্যর?
আরও খবর দেখুন