কলকাতা: দুর্যোগে চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে পশ্চিমের জেলায় হতে পারে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছে দক্ষিণবাসী। আবহাওয়া দফতর পূর্বাবাস, বৃস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই। মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার জন্য এই বৃষ্টি আরও বাড়বে। বৃষ্টি না হওয়াতে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ, তা আরও বাড়বে। এছাড়াও সঙ্গে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়ার দফতরের পূর্বাভাস,দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবা অর্থাৎ ১১ জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।
আরও পড়ুন: মানিকতলা বিধানসভার উপনির্বাচনে ৮৯টি বুথে পুনঃনির্বাচনের দাবি বিজেপির
দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির জেরে বেড়েছে পাহাড়ি নদীর জলস্তর। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। লাগাতার বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা। আগামী সপ্তাহে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ, বৃহস্পতিবারেও প্রবল বর্ষণের আশঙ্কা। শুক্রবার-শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
অন্য খবর দেখুন