তমলুক: আরজি কর (RG Kar Hospital) ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশও মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল। শনিবার তমলুকের (Tamluk) নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ (Whatsapp) ও ফোন নম্বর প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। তিনি জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হল। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ ও ফোন পরিষেবা রয়েছে। আজ থেকেই এই পরিষেবা চালু করা হল। ২৪ ঘন্টা ওই পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষার কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়ে অভিযোগ করলে তার সমাধান করা হবে৷
পুলিশ জানিয়েছে, সেই সঙ্গে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ।
আরও পড়ুন: সঞ্জয়ই ধর্ষক, মিলল ডিএনএ?
আরও খবর দেখুন