ওয়েব ডেস্ক: তেল আভিবের ইজরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। বুধবার সংগঠনটি জানায়, তারা ওই ঘাঁটিতে প্রথমবার হামলা চালিয়েছে তারা। তেল আভিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লার হামালার এই দাবি সম্পর্কে ইজরায়েল এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লা হামালার দাবি করলেও তেল আভিব শহরে হামলার কোনও সতর্ক ধ্বনি বা সাইরেন শোনা যায়নি।
হিজবুল্লা আরও দাবি করেছে, তাদের ছোড়া ড্রোন স্কোয়াড্রন আমোস ঘাঁটি এবং নাহারিয়ায় সেনাবাহিনীর ১৪৬ তম ডিভিশনের অন্তর্গত একটি ঘাঁটিতে নিখুঁত লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তেল আভিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র।
আরও পড়ুন: আমেরিকায় প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা
যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলি সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ওই অঞ্চলটিতে ইজরায়েলের সামরিক সদর দফতর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত। ঘাঁটিটি তেল আভিব শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এর পাশে শপিং মল ও একটি রেলস্টেশনও রয়েছে। এর আগে গত মাসে ইজরায়েলের আরেকটি ঘাঁটিতে হামলার পর তেল আভিবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
দেখুন আরও খবর: