তেল আভিভ: ফের সরগরম মধ্যপ্রাচ্য। লাগাতার ড্রোন হামলা এগোল আরও এক ধাপ। ইজরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত হামলা চালাল লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। বৃহস্পতিবার মেতুলা ও হাইফার কাছে কৃষিমাঠে চালানো হামলায় অন্তত ৭ জন।
আরও পড়ুন: বছরে ৯০,০০০ ভারতীয় শ্রমিককে ভিসা দেবে জার্মানি!
স্থানীয় সূত্রে খবর, লেবানন থেকে ছোড়া রকেট হামলায় ইজরায়েলের সীমান্তবর্তী শহর মেতুলার কাছে একটি আপেল বাগানে কর্মরত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের সকলে স্বাস্থ্যকর্মী ছিলেন বলে সূত্রের খবর।
দেখুন আরও খবর: