ওয়েব ডেস্ক: ঠিক যেদিন থেকে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু ঠিক সেদিন থেকে তেলাবিবের বিরুদ্ধে সংঘাতে নামে লেবাননের হিজবুল্লা। আর সেই সংঘাত রূপ নেয় আরো একটি যুদ্ধে। এ যেন আসলেই যুদ্ধের মধ্যে যুদ্ধ। তবে সাত অক্টোবরের পর হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বিরতির চেষ্টা চালাচ্ছে ইজরায়েল সরকার।
দুই দেশের এই যুদ্ধ বিরতি চুক্তিতে অনুমোদন মিলেছে প্রধানমন্ত্রীর থেকে। কিন্তু হঠাৎ করেই
কেন যুদ্ধবিরতির জন্য হিজবুল্লার হাতে পায়ে ধরছেন দাম্ভিক জালিম নেতা? কেন বারংবার তিনি চাইছেন যুদ্ধবিরতি? তবে এর উত্তর পাওয়া যায় হিজবুল্লার ইজরায়েল বিরোধী অভিযানের দিকে তাকালেই। হিজবুল্লার ম্যারাথন হামলায় নাভিশ্বাস পরিস্থিতি তেলাবিদের।
আরও পড়ুন: গোপনে সেনা বাড়াচ্ছে রাশিয়া! হাত মেলাচ্ছে ইরানের সঙ্গে?
এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও মারণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইজরায়েলের ডিফেন্স সিস্টেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট পৌঁছে যায় ইজরায়েলের ভূখণ্ডে। এই প্রথমবারের জন্য এলিট ব্রিগেডে হামলা চালায় হিজবুল্লা। একাধিক ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস হয়ে যায় ইজরায়েলের প্রতিরোধ।
ইজরায়েল জুড়ে প্রচুর সেনার মৃত্যু ঘটে এই যুদ্ধের ফলে। ইজরায়েল জুড়ে হিজবুল্লার আঘাত আর ইজরায়েলে ক্রমাগত সাইরেনের শব্দ আর সেটাই যেন হাজার হাজার ফিলিস্তিনের কাছে আনন্দের। তবে ধারণা করা হচ্ছে যে, ইজরাইল লেবানন যুদ্ধবিরতি চুক্তি যদি কার্যকর হয় তবে কার্যত একা হয়ে যাবে হিজবুল্লারা।
দেখুন আরও খবর: