ওয়েব ডেস্ক: গাজা সংঘাতের পাশাপাশি লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে বিমান ও স্থল হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ হাজার ৪০২ জন।
এই সংঘর্ষে নিহতদের মধ্যে অন্তত ৭৭২ জন নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে ইজরায়েলি হামলার সংখ্যা ও তীব্রতা বাড়ছে, যা সাধারণ নাগরিকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: ট্রাম্প ফিরতেই ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা!
সর্বশেষ ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় লেবাননে ১৮ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, এই হামলা এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইজরায়েলের হামলার ধারাবাহিকতায় লেবাননের অনেক এলাকায় সংকট ক্রমেই বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে মাঝে মাঝে হামলা চালিয়ে আসছিল ইজরায়েল। তবে মাসখানেক ধরে হিজবুল্লাকে লক্ষ্য করে ইজরায়েল ধারাবাহিকভাবে আক্রমণ বাড়িয়েছে এবং নতুন করে স্থল অভিযানও চালাচ্ছে। ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
লেবাননে ইজরায়েলের সাম্প্রতিক আক্রমণ ইঙ্গিত দিচ্ছে যে, তারা হিজবুল্লাকে দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গাজা ও লেবানন দুই অঞ্চলেই এই সংঘাত আরও কতটা বাড়বে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
দেখুন আরও খবর: