ওয়েব ডেস্ক: গাজা নাস্তানাবুদ, লেবাননে অহরহ গ্যাজেট হামলা, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাকে খুন করেছে ইজরায়েল। এর পরেও দমতে নারাজ হিজবুল্লা। সোমবার ইজরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল স্বাধীনতাকামী সংগঠনটি। প্রায় ৯০টি রকেট আছড়ে পড়ে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। হামলার জেরে নিহত এক শিশু-সহ চার জন। যদিও
আরও পড়ুন: ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায় ইউনুস সরকার! বিস্ফোরক বিএনপি নেতা
সূত্রের খবর, ঘটনায় আহতের সংখ্যা অগুনতি।বেশ কিছু ইমারতের ক্ষতি হয়েছে। আগুন ধরে গিয়েছে অসংখ্য গাড়িতে। যুদ্ধের আগুনে লেলিহান ইজরায়েল। হিজবুলার রকেট হামলায় উত্তর ইজরায়েলের হাফিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করেছে ইজরায়েলি সেনার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা।
তবুও শেষরক্ষা হল না। কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে হাফিয়ার উপকূল এলাকায়। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হাফিয়া উপকূলের গালিলি এলাকায় বেশ কয়েকটি রকেটে বিস্ফোরণ ঘটায়। পার্শ্ববর্তী শহর কারমেইলে আঘাত হানে কিছু ক্ষেপণাস্ত্র
দেখুন আরও খবর: