নয়াদিল্লি: ইজরায়েল (Israel) যে বড়াই করছে তা কি সত্য? তারা বলছে প্যালেস্তাইনে হামাসকে (Hamas) প্রায় খতম করে ফেলেছে, লেবাননে হিজবুল্লাহকেও (Hezbollah) ভেঙে ফেলেছে। যদি তা হবে তাহলে বারবার কেন বয়ান বদল করছে ইজরায়েল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আসলে সেটা জানা যাচ্ছে হামাস, হিজবুল্লাহ, ইরাক, ইরানও নাস্তানাবুদ করে ফেলেছে ইজরায়েলকে। সোমবার সকালেও ইজরায়েলের হাইফায় বড় হামলা হয়েছে। বলা হচ্ছে এই হামলায় ইজরায়েলের একটি গ্যাস স্টেশন জ্বলে গিয়েছে। এটাও বলা হচ্ছে এই হামলা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘরের কাছেই সিজারিয়ানে হয়েছে। হিজবুল্লাহ এই হামলা করেছে। এদিকে শোনা যাচ্ছে ইরাক ইজরায়েলের দুটি সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে।
একটি তথ্য সামনে আসছে তাতে দেখা যাচ্ছে, লেবাননের এমাত ফাইভ হিজবুল্লাহর উচ্চ প্রশিক্ষিত বাহিনী। এদের কাছে উন্নত প্রযুক্তির হাতিয়ার রয়েছে। হিজবুল্লাহর দাবি, এতদিন ইজরায়েলের সঙ্গে যুদ্ধে ওই বাহিনীকে কাজে লাগানো হয়নি। এবার তাদেরকেও পুরোদমে কাজে লাগানো হবে। তবে ইজরায়েল বারবার দাবি করছে, হিজবুল্লাহর হাতিয়ার কমে এসেছে। ওদের ৮০ শতাংশ মিসাইল খতম। শীর্ষ কমান্ডারদের মেরে ফেলা হয়েছে। তবে ইজরায়েলের সংবাদমাধ্যমই দাবি করছে, ইজরায়েল ৫০ হাজার সেনা নামালেও এখনও পর্যন্ত লেবাননের একটি গ্রামও কব্জায় আনতে পারেনি তারা।
আরও পড়ুন: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাতেও ব্যালট পেপার
দেখুন অন্য খবর: