ওয়েব ডেস্ক: ইজরায়েল ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে। ২৭ নভেম্বর ভোর থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে দু’পক্ষ। তবে এখনও দক্ষিণ লেবানন ছাড়েনি লেবানিজ সেনারা। সূত্রের খবর, এবার তারা দক্ষিণ লেবানন সুরক্ষিত করার কথা ভাবছে। তাই আপাতত দক্ষিণ লেবাননের বেইরুটেই অবস্থান করছে সৈন্যরা। ইজরায়েলি সেনারা পুরোপুরি সরে যাওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। কারণ যুদ্ধবিরতির মানেই উত্তেজনা শেষ এমনটা নয়।
আরও পড়ুন: ইজরায়েলের এলিট ব্রিগেডের ডেরায় আক্রমণ হিজবুল্লার!
কারণ মঙ্গলবার একদিকে, যুদ্ধবিরতির লক্ষ্যে জারি ছিল আলোচনা পর্ব। অপরদিকে, তাল মিলিয়ে চলছিল হামলা ও পাল্টা হামলা। লেবাননের অন্তত ২০ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলি সেনানি। প্রায় ৪২ জনকে হত্যা করেছে। যুদ্ধের প্রতিটি দিন ইজরায়েলে ধ্বংস লীলা চালিয়েছে ইহুদিরা। এত সহজে তাদের ছেড়ে দেওয়া হবে? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সূত্রের খবর, এবার নাকি বড়সড় হামলার দিকে পা বাড়াচ্ছে হিজবুল্লা। কী হতে চলেছে চুক্তির ভবিষ্যৎ? প্রশ্ন উঠছে নানা মহলে।
দেখুন আরও খবর: