ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের বিমান জোরদার হামলা চালিয়েছে। ইজরায়েলি বাহিনী ওই এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালায়। উল্লেখ্য, এই এলাকাটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার ঘটনাটি ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
গতকাল বেইরুটের দক্ষিণাঞ্চলে দুটি পৃথক হামলা হয়েছে। একটি হামলা হয়েছে লেবানিজ ইউনিভার্সিটির কাছে, আরেকটি হয়েছে বুর্জ আল বারাজনেহ শহরতলিতে। সরকারি সূত্রে গেছে, আল–জামুস এলাকাতেও ইজরায়েল বিমান হামলা চালায়। এই হামলার আগে ইজরায়েলি সেনাবাহিনী কোনও সতর্কবার্তা দেয়নি বলে জানা গেছে। ফলে আতঙ্কিত সাধারণ মানুষ।
আরও পড়ুন: ট্রাম্প ফিরতেই ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা!
ইজরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইজরায়েলের লড়াই চলছেই। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গাজায় সংঘাতের মধ্যেই লেবানন সংলগ্ন এলাকা নিয়ে ইজরায়েল উদ্বিগ্ন। গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার বিরুদ্ধে সক্রিয় ইজরায়েল। হিজবুল্লা দাবি করেছে, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে তারা হামলা চালিয়েছে।
ইজরায়েল ও হামাসের সংঘাতের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। সেই হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতিতে হিজবুল্লাও গত বছর থেকে ইজরায়েলে সীমিত পরিসরে হামলা চালাতে থাকে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে ইজরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে সিরিয়ায়ও হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। শনিবার আলেপ্পোর কাছে আল সাফিরা শহর এবং ইদলিবেও বিমান হামলা চালানো হয়। সিরিয়ার সামরিক সূত্র জানায়, এসব হামলায় কয়েকজন সিরীয় সেনা আহত হয়েছেন। ইসরায়েলের টার্গেটেড এলাকা নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আরও তথ্য প্রকাশ করা হয়েছে।
দেখুন আরও খবর: