তেল আভিভ: নতুন করে উত্তাপ বাড়ল আরব দুনিয়ায়। ইজরায়েল-লেবানন (Israel-Lebanon) সংঘাতে নয়া মোড়। হাইফা শহরে একটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লা। সূত্রের খবর, হাসান নাসরেল্লার মৃত্যুর প্রতিশোধ নিতে এলিয়া কেম নামের ইজরায়েলের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী।
আরও পড়ুন: মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাল জাপান! কারণ জানলে অবাক হবেন
হাইফায় আক্রমণের পাশাপাশি ইজরায়েলের উত্তরাঞ্চলে মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লা। ঘটনায় হতাহতের সংখ্যা অগুনতি। এছাড়াও হিজবুল্লা আক্রমণ চালিয়েছে ইজরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে। নেতানিয়াহুর দেশ লেবাননের ড্রোন ঠেকাতে অসহায়। হামলায় এ পর্যন্ত আহত ২১ জন ইজরায়েলি সৈন্য।
দেখুন আরও খবর: