নয়াদিল্লি: হিজবুল্লাহ (Hezbollah) ও লেবাননের (Lebanon) মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। এবার ইজরায়েলের (Israel) বিরুদ্ধে বড় রকমের হামলার চেষ্টা শুরু করল হিজবুল্লা। লেবাননের হিজবুল্লা সংগঠন ইজরায়েলে ২০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ল। ইজরায়েল জানায় এই হামলার ঘটনায় উত্তর ইজরায়েলে স্কুল বন্ধ করতে হয়েছে। লাখের বেশি মানুষকে সরাতে হয়েছে। হাইফা শহর ও একটি এয়ারবেস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফাদি ১ রকেটে হামলা চালানো হয়। ৮০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র এটি। ফাদি ২ রকেটও হামলায় চালানো হয়। যার রেঞ্জ ১০৫ কিলোমিটার। উত্তর ইজরায়েলের সাত শহরে হামলা হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর ধরে চলা সংঘর্ষের ঘটনায় লেবাননে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননে ইজারেয়েলের বাহিনী ভয়াবহ বিমান হামলা চালায়। হিজবুল্লার প্রায় ১৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর আগে ইজরায়েল কখনও এমন শক্তিশালী হামলা করেনি। তাতে ইরান সমর্থিত হিজবুল্লার বেশ কয়েকজন কমান্ডার সহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। তারপরই পাল্টা হামলা বাড়ায় হিজবুল্লাহ। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আরও কড়াহামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহকে।
আরও পড়ুন: হিজবুল্লাহকে ফের হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রীর
আরও খবর দেখুন