কলকাতা: অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৩ বছর পর কাটল জোট। বহু বছর আগে রেল দুর্ঘটনায় মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন এক ব্যক্তি। এবার তারই পরিবারকে হাইকোর্টের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল। এতবছর রেলের কাছে ক্ষতিপূরণের দাবি করেও ক্ষতিপূরণ মেলেনি।
২০০১ সালে ১৭ জুন ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা কাশীনাথ দলুইয়ের। তারই প্রেক্ষিতে ২০০২ সালের ফেব্রুয়ারী মাসে পরিবারের পক্ষ থেকে রেলের কাছে ক্ষতিপূরণের দাবি করা হয়। কিন্তু সেই ক্ষতিপূরণ তখন মেলেনি।
আরও পড়ুন: নায়ক স্টার্ক, অ্যাডিলেডে প্রথম দিনেই চাপে ভারত
রেলের দাবি ছিল, মৃতের স্ত্রীর আবেদন যথাযথ না হওয়ার কারণে ক্ষতিপূরণের আর্জি খারিজ করে দেওয়া হয় রেলের পক্ষ থেকে। পরিবারের পক্ষ থেকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে।
উল্লেখ্য, ২০০১ সালের জুন মাসে বীরশিবপুর থেকে রামরাজাতলা স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেনে চেপেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার কারণে ট্রেন থেকে পড়ে যান তিনি। ট্রেন দুর্ঘটনার জেরে সেই বছর ১৭ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল স্পষ্টত নির্দেশ দেন, ওই পরিবারকে আবেদনের তারিখ থেকে এখনও পর্যন্ত বার্ষিক ৬ শতাংশ সুদ সমেত ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। আগামী ছয় সপ্তাহের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর