কলকাতা: রাজ্যে পর্নোগ্রাফি ছড়ানোর মামলায় কড়া অবস্থান নিল হাইকোর্ট (High Court)। এই মামলায় রাজ্য পুলিশের গাইড লাইন (Guide Line) কি তা জানতে চাইল আদালত। ফের পুলিশের ডিজির (Police DG) কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
এর আগে এই মামলায় হাইকোর্টের নির্দেশে আজ রাজ্যে পুলিশের ডিজি রিপোর্ট দেন। সেই রিপোর্টে সাইবার ক্রাইম থানা গুলির দায়িত্ব প্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ কি ভাবে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়। রিপোর্ট দেখলেও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এবার নদিয়ার মুরুটিয়ার থানার যে মামলায় কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটিতে ডিজি র রিপোর্ট তলব, সেই মামলার প্রসঙ্গ তোলেন বিচারপতি।
আরও পড়ুন: আরজি কর মামলা থেকে সরে গেলেন নির্যাতিতার আইনজীবী!
এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি বাগচী বলেন, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া হলে সেখানে তদন্তে কি কি তথ্য উঠে এসেছে আর সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন সেই তথ্য দেখতে চায় হাইকোর্ট। একইসঙ্গে গোটা রাজ্যে এমন পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা আছে, আদালত তারও রিপোর্ট তলব করেছে। এক সপ্তাহ পরে ফের রিপোর্ট দিতে হবে ডিজি কে।
দেখুন অন্য খবর: